Wednesday, 30 November 2016

ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটের কিউপোলা ফার্নেস সংস্কার করা হয়েছে ।

৯০ এর দশকে ময়মনসিংহ পলিটেকনিক এ একটি কিউপোলা ফার্নেস স্থাপন করা হয়ে ছিলো ফাওন্ড্রি শপে । এবং এটি প্রায় ৩ বছর কার্যক্ষম ছিলো । এবং তখন প্রেক্টিকেল করছিলো এমন একজন হল আমাদের পাওয়ার ডিপার্ট্মেন্ট এর মজিবর স্যার । এর পর প্রাই ২৩ বছর এই চুল্লি টি পরিত্যাক্ত ছিলো । চুল্লি এর সিড়ি , মেঝে মরিচা পড়ে ধংস হয়ে গিয়েছিলো । স্থল ভাগে ভিবিন্ন আগাছা জন্মে এটি প্রাইয় পরিত্যাক্ত হয়ে গিয়েছিলো । সাপ বিচ্ছুর স্থায়ী আবাস এ পরিনত হয়েছিলো ।পার্শ্ববর্তি আম গাছ থেকে ভিবিন্ন লতা গুল্মে ছেয়ে ফেলে চুল্লি টিকে ।
/
/
সকল অবহেলা , অব্যাবস্থাপনা এবং প্রতিকুলতা কে পেছনে ফেলে দীর্ঘ ২৩ বছর পর এই চুল্লি টিকে সংস্কার ও কার্যক্ষম করা উদ্যোগ গ্রহন করেন আমাদের মাহমুদুল হাসান স্যার ।এই প্রকল্প কে ইন্সটিটিউটের সুপার প্রজেক্ট ঘোষনা করেন আমাদের প্রিঞ্ছিপাল স্যার । এই টিমে জুক্ত করেন শিমুল,হুসেন,আসাদ কে।
//
//
প্রথম দিন টিম গঠন করার পর থেকেই শুরু হয় মুল কাজ।
চুল্লির পাদদেশ পরিষ্কার পরিচ্ছন্ন করনের(এর মধ্যে হুসেন কে আম গাছেও উঠতে হয়ে ছিলো) মাধ্যমে শুরু হয় কঠর পরিশ্রম ।
তার পর শুরু হয় পাটাতন ও সিড়ি এর মুল কাজ । ঘষা মাঝা করার পর শুরু হয় ওয়েল্ডিং পর্ব(এক্ষেত্রে সকল 'র' মেটেরিয়াল নিজেদের মাপে কেটে নেয়া এবং সোজা করতে হয়েছে ) । প্রথমে সিড়ি তৈরি করা হয় । তার পর পাটাতন তৈরি করা হয়(ভিবিন্ন সোর্ছ থেকে শিট সংগ্রহ করে প্রয়োজনের মাপে কেটে নিতে হইছে ) । এর পর শুরু হয় সিঁড়ি ও পাটাতন এবং মুল চুল্লির ঘষা মাঝা এর কাজ । এবং চুল্লিকে চার ভাগে রঙ করা হয়েছে। রং করা হয়েছে সিঁড়ি ও পাটাতনের ভীম ও কলাম । পাশাপাশি চুল্লির পার্শবর্তি ওয়ালের উপরে গ্রিল গুলোও রঙ করা হয়েছে ।দীর্ঘ দিনের পরিশ্রম ও অধ্যাবসায় এর ফলে সর্বষেশ চুল্লি টিকে সংস্কার করা সম্ভব হয়েছে । এখন চুল্লি টি সম্পুর্ন প্রস্তুত এবং পাশেই কয়লাও প্রস্তুত ।
///
/// 


Friday, 22 April 2016

ক্লাবের ভর্তি ফর্ম



            মুলাইদ আদর্শ ক্রীড়া সংঘ
স্থাপিত : ২০১৬ , ঠিকানা :  মুলাইদ দক্ষিণ পাড়া , শ্রীপুর , গাজীপুর
                        সদস্য ভর্তি ফরম
বরাবর ,
সভাপতি
মুলাইদ আদর্শ ক্রীড়া সংঘ
মুলাইদ , শ্রীপুর , গাজীপুর ।
জনাব আমি নিম্ন সাক্ষরকারী মুলাইদ আদর্শ ক্রীড়া সংঘের সদস্য হতে ইচ্ছুকআমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে, আমি মুলাইদ গ্রামের বাসিন্দা মুলাইদ আদর্শ ক্রীড়া সংঘের সকল নিয়মাবলি মানিয়া চলিব । আমাকে মুলাইদ আদর্শ ক্রীড়া সংঘের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানাইতেছি
নাম : …………………………………………………………………….
পিতার নাম : …………………………………………………………
মাতার নাম : …………………………………………………………
স্থানীয় ঠিকানা :   গ্রাম : ……………………………….পোস্ট : ……………………………....
                          থানা :……………………………..জেলা : ……………………………………
বর্তমান ঠিকানা : ………………………………………………………………………………………
                                ……………………………………………………………………...................
মোবাইল নাম্বার : ……………………………………………….
পেশা : ………………………………………………………………..
আবেদন ফি : ……………………………………………………..
সদস্য ফি : …………………………………………………………
বয়স  : ……………………………………………………………….
ধর্ম : …………………………………………………………………
রক্তের গ্রুপ : ……………………………………………………
শিক্ষাগত যোগ্যতা : ………………………………………….
সনাক্তকারী সদস্যের নাম ও ঠিকানা :  ……………………………………………………………….
………………………………………..সনাক্তকারী সদস্য নং .......................................

সনাক্তকারীর স্বাক্ষর : ………………………..

                                                                            আবেদন কারীর স্বাক্ষর : ……………………………..

Tuesday, 8 March 2016

একজন আদর্শ শিক্ষক ।



ইনি বিপ্লপ কুমার সরকার । পেশায় একজন শিক্ষক । ব্যাক্তিগত কর্ম জীবনে সরকারি জুট মিলের ইঞ্জিনিয়ার ছিলেন । কিন্তু সকল ভোগ বাসনা ছেরে  নিজেকে নিয়োজিত করেন শিক্ষকতার মহান পেশায় । সুদীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা , ও গবেষনার ধ্বারা সেবা দিয়ে চলেছেন কমল মতি ছাত্রদের । ওনার ছাত্ররা এখন সরকারের বিভিন্ন উচ্চ পদের ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছে।। কিন্তু কখনো নিজেকে নিয়ে উচ্চ আশা করেন নি । সারা জীবন শুধু ছাত্রদের দিয়েই গেছেন ।
ছাত্র দের সুবিধার জন্য ভিবিন্ন সময় ইঞ্জিনিয়ারিং বই বাংলায় সহজে বোধ গম্য ভাবে লিখেছেন । উনার বই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) প্রায় সকল পর্বে পরানো হয় । সারা জীবনে পেয়েছেন মাত্র একটি প্রমোশন হয়েছেন জুনিয়র থেকে সিনিয়র ইনিস্ট্রাক্টর । এতেই তিনি সন্তুস্টু ।
১/ উনার কাছে সকল ছাত্র ই সমান ।
২/ ছাত্রদের হাজার বুজি না কথা উনার কাছে বিরক্ত লাগে না ।
৩/ প্রেক্টিকেল ক্লাসের সকল জব তিনি নিখুধ ভাবে প্রেক্টিস করান ।
৪/ উনি বাস্তব বাদি তাই থিউরি পরানোর স্টাইল অন্য রকম ।
৫/ থিউরির মধ্যেও তিনি বাস্তব শিক্ষা দেন ।
৬/ একজন ভিন্ন ধর্মের মানুষ হয়েও উনার কাছে সকল ছাত্র সমান।
৭/ ধর্মের মাপ কাঠিতে কাউকে বিচার করেন না । 
৮/ ছাত্র দের সন্তানের মত স্নেহ মায়া দিয়ে পড়া শিখান । 
আর কি বলব একজন মহান শিক্ষকের কথা .........

নিজের স্বার্থ তিনি দিয়েছেন জলাঞ্জলি ......
শিক্ষকতার পেশা কে তিনি করছেন মহান । 

উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ শেষ করছি ।