Tuesday, 8 March 2016

একজন আদর্শ শিক্ষক ।



ইনি বিপ্লপ কুমার সরকার । পেশায় একজন শিক্ষক । ব্যাক্তিগত কর্ম জীবনে সরকারি জুট মিলের ইঞ্জিনিয়ার ছিলেন । কিন্তু সকল ভোগ বাসনা ছেরে  নিজেকে নিয়োজিত করেন শিক্ষকতার মহান পেশায় । সুদীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা , ও গবেষনার ধ্বারা সেবা দিয়ে চলেছেন কমল মতি ছাত্রদের । ওনার ছাত্ররা এখন সরকারের বিভিন্ন উচ্চ পদের ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছে।। কিন্তু কখনো নিজেকে নিয়ে উচ্চ আশা করেন নি । সারা জীবন শুধু ছাত্রদের দিয়েই গেছেন ।
ছাত্র দের সুবিধার জন্য ভিবিন্ন সময় ইঞ্জিনিয়ারিং বই বাংলায় সহজে বোধ গম্য ভাবে লিখেছেন । উনার বই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) প্রায় সকল পর্বে পরানো হয় । সারা জীবনে পেয়েছেন মাত্র একটি প্রমোশন হয়েছেন জুনিয়র থেকে সিনিয়র ইনিস্ট্রাক্টর । এতেই তিনি সন্তুস্টু ।
১/ উনার কাছে সকল ছাত্র ই সমান ।
২/ ছাত্রদের হাজার বুজি না কথা উনার কাছে বিরক্ত লাগে না ।
৩/ প্রেক্টিকেল ক্লাসের সকল জব তিনি নিখুধ ভাবে প্রেক্টিস করান ।
৪/ উনি বাস্তব বাদি তাই থিউরি পরানোর স্টাইল অন্য রকম ।
৫/ থিউরির মধ্যেও তিনি বাস্তব শিক্ষা দেন ।
৬/ একজন ভিন্ন ধর্মের মানুষ হয়েও উনার কাছে সকল ছাত্র সমান।
৭/ ধর্মের মাপ কাঠিতে কাউকে বিচার করেন না । 
৮/ ছাত্র দের সন্তানের মত স্নেহ মায়া দিয়ে পড়া শিখান । 
আর কি বলব একজন মহান শিক্ষকের কথা .........

নিজের স্বার্থ তিনি দিয়েছেন জলাঞ্জলি ......
শিক্ষকতার পেশা কে তিনি করছেন মহান । 

উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ শেষ করছি ।